Piya Rey Piya Rey

পিয়া রে, পিয়া রে
কাঁদে এই হিয়া রে
পিয়া রে, পিয়া রে
কাঁদে এই হিয়া রে

ভালোবাসা কেন এত অসহায়?
বুকে প্রেম, মনে আশা নিভে যায়
ভালোবাসা কেন এত অসহায়?
বুকে প্রেম, মনে আশা নিভে যায়
এই পথে আজ আছি একই সাথে
কাল যদি মাঝ পথে দূরে যেতে হয়

পিয়া রে, পিয়া রে, পিয়া রে
কাঁদে মন, কাঁদে এই হিয়া রে

পিয়া রে, পিয়া রে
কাঁদে এই হিয়া রে

ভালোবাসা নয় কোনো অপরাধ
তবু কেন নিরাশায় কাটে রাত
ভালোবাসা নয় কোনো অপরাধ
তবু কেন নিরাশায় কাটে রাত
দিলো ব্যথা আঁধারের নীরবতা
মনে জাগে আকুলতা, মেঘে ঢাকে চাঁদ

পিয়া রে, পিয়া রে, পিয়া রে
কাঁদে মন, কাঁদে এই হিয়া রে

পিয়া রে, পিয়া রে
কাঁদে এই হিয়া রে
পিয়া রে, পিয়া রে
কাঁদে এই হিয়া রে

ভালোবাসা মিছে নয় অভিনয়
কাল যদি তবু ভুল মনে হয়
ভালোবাসা মিছে নয় অভিনয়
কাল যদি তবু ভুল মনে হয়
ঘর ছেড়ে চলে এসে এত দূরে
প্রেম যেন খুঁজে ফেরে তার পরিচয়

পিয়া রে, পিয়া রে, পিয়া রে
কাঁদে মন, কাঁদে এই হিয়া রে

পিয়া রে, পিয়া রে
কাঁদে এই হিয়া রে

পিয়া রে, পিয়া রে
কাঁদে এই হিয়া রে



Credits
Writer(s): Priyo Chattopadhyay, Jeet Gannguli
Lyrics powered by www.musixmatch.com

Link