Janmantar

আমি ছেড়েই দিতে রাজি আছি
সুসভ্যতার আলোক
আমি চাই না হতে নববঙ্গে
নব যুগের চালক
আমি নাই বা গেলেম বিলাত
নাই বা পেলেম রাজার খিলাত
যদি পরজন্মে পাই রে হতে
ব্রজের রাখাল বালক
তবে নিবিয়ে দেব নিজের ঘরে
সুসভ্যতার আলোক

যারা নিত্য কেবল ধেনু চরায়
বংশীবটের তলে
যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে
পরে পরায় গলে
যারা বৃন্দাবনের বনে
সদাই শ্যামের বাঁশি শোনে
যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে
শীতল কালো জলে
যারা নিত্য কেবল ধেনু চরায়
বংশীবটের তলে

"ওরে বিহান হল, জাগো রে ভাই"
ডাকে পরস্পরে
ওরে ওই যে দধি-মন্থ-ধ্বনি
উঠল ঘরে ঘরে
হেরো মাঠের পথে ধেনু
চলে উড়িয়ে গো-খুর-রেণু
হেরো আঙিনাতে ব্রজের বধূ
দুগ্ধ দোহন করে
ওরে বিহান হল, জাগো রে ভাই
ডাকে পরস্পরে

ওরে শাঙন মেঘের ছায়া পড়ে
কালো তমাল মূলে
ওরে এপার ওপার আঁধার হল
কালিন্দীরই কূলে
ঘাটে গোপাঙ্গনা ডরে
কাঁপে খেয়া তরীর পরে
হেরো কুঞ্জবনে নাচে ময়ূর
কলাপখানি তুলে
ওরে শাঙন-মেঘের ছায়া পড়ে
কালো তমাল-মূলে

মোরা নবনবীন ফাগুন রাতে
নীল নদীর তীরে
কোথা যাব চলি অশোকবনে
শিখিপুচ্ছ শিরে
যবে দোলার ফুলরশি
দিবে নীপশাখায় কষি
যবে দখিন বায়ে বাঁশির ধ্বনি
উঠবে আকাশ ঘিরে
মোরা রাখাল মিলে করব মেলা
নীল নদীর তীরে

আমি হব না ভাই নববঙ্গে
নবযুগের চালক
আমি জ্বালাব না আঁধার দেশে
সুসভ্যতার আলোক
যদি ননি-ছানার গাঁয়ে
কোথাও অশোক-নীপের ছায়ে
আমি কোনো জন্মে পারি হতে
ব্রজের গোপবালক
তবে চাই না হতে নববঙ্গে
নবযুগের চালক



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link