Ei Je Ami

এই যে আমি হচ্ছি আমি অন্য আমি
মাথার ভিতর যন্তর-মন্তর, কী পাগলামি
এই যে আমি হচ্ছি আমি অন্য আমি
মাথার ভিতর যন্তর-মন্তর, কী পাগলামি

অ্যাব্রা কা ড্যাব্রা, গিলি-গিলি গেয়ে চারিপাশে
কোনো ভূতের রাজার বরে দেখ ধন্য আমি

এই যে আমি হচ্ছি আমি অন্য আমি

এই যে আমি হচ্ছি আমি অন্য আমি
মাথার ভিতর যন্তর-মন্তর, কী পাগলামি

অ্যাব্রা কা ড্যাব্রা, গিলি-গিলি গেয়ে চারিপাশে
কোনো ভূতের রাজার বরে দেখ ধন্য আমি

এই যে আমি হচ্ছি আমি অন্য আমি

আকাশছোঁয়া স্বপ্ন আমার হচ্ছে সত্যি
কৌটোর ভোমরা মরছে, মরছে ভয়ের দত্যি
আকাশছোঁয়া স্বপ্ন আমার হচ্ছে সত্যি
কৌটোর ভোমরা মরছে, মরছে ভয়ের দত্যি

পরোয়া করি না আর কাউকে আমি
হচ্ছি আমি, হচ্ছি আমি অন্য আমি

এই যে আমি হচ্ছি আমি অন্য আমি

বন্ধ মনের দরজা খুলে ঢুকছে আলো
সেই আলোয়ে ভিজে ভিজে ধুয়ে যাচ্ছে কালো
বন্ধ মনের দরজা খুলে ঢুকছে আলো
সেই আলোয়ে ভিজে ভিজে ধুয়ে যাচ্ছে কালো

অন্যরকম যখন তখন ভাবছি আমি
ইচ্ছে মতো তেমন তেমন পাচ্ছি আমি
মানি না যে কোনো বাধা আর তো আমি
আমি নিজেই হচ্ছি আমার জন্য আমি
আমি নিজেই হচ্ছি আমার জন্য আমি

এই যে আমি হচ্ছি আমি অন্য আমি
মাথার ভিতর যন্তর-মন্তর, কী পাগলামি

অ্যাব্রা কা ড্যাব্রা, গিলি-গিলি গেয়ে চারিপাশে
কোনো ভূতের রাজার বরে দেখ ধন্য আমি

এই যে আমি হচ্ছি আমি অন্য আমি
এই যে আমি হচ্ছি আমি অন্য আমি
এই যে আমি হচ্ছি আমি অন্য আমি



Credits
Writer(s): Sumit Samaddar, Raja Narayan Deb
Lyrics powered by www.musixmatch.com

Link