Ei Path Jodi Na

আ হা আহা হা, আ হা আহা হা

লা লা লা লা - লা লা লা - লাল লা লা - লাল লা লা
লা লা লা

এই পথ যদি না শেষ হয়
তবে কেমন হত তুমি বলত
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়
তবে কেমন হত তুমি বলত
তুমিই বল
এই পথ যদি না শেষ হয়
তবে কেমন হত তুমি বলত
লাল লা লা লা- লাল লা লা লা- লা লা লা

কোন রাখালের, ঐ ঘর ছাড়া বাঁশিতে সবুজের
ঐ দুল দুল হাসিতে- রাখালের কোন ঘর ছাড়া বাঁশিতে সবুজের
ঐ দুল দুল হাসিতে মন আমার মিশে গেলে বেশ হয়
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়
তবে কেমন হত তুমি বলত
বলবনা
হুঁ, এই পথ যদি না শেষ হয়
তবে কেমন হত তুমি বলত

লা লাল লা লা লা লালা, উহুঁ হুঁহুঁ হু হু হুঁ
নীল আকাশের, ঐ দূর সীমা ছাড়িয়ে এই গান
যেন যায় আজ হারিয়ে
আকাশের, ঐ দূর সীমা ছাড়িয়ে এই গান
যেন যায় আজ হারিয়ে
প্রাণে যদি এ গানের রেশ রয়
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়
তবে কেমন হত তুমি বলত
-তুমিই বল
এই পথ যদি না শেষ হয়
তবে কেমন হত তুমি বলত



Credits
Writer(s): Anjan Dutt, Gauri Prasanna Mazumder
Lyrics powered by www.musixmatch.com

Link