Mon Kharap Kora Bikel

মন খারাপ করা
মন খারাপ করা বিকেল মানেই মেঘ করেছে
দূরে কোথাও দু'-এক পশলা বৃষ্টি হচ্ছে

মন খারাপ করা
মন খারাপ করা বিকেল মানেই মেঘ করেছে
দূরে কোথাও দু'-এক পশলা বৃষ্টি হচ্ছে

মন খারাপ করা
মন খারাপ করা বিকেল মানেই মেঘ করেছে

ঘর আবছায়া, ঘর আবছায়া
ঘর আবছায়া আর ভিজে ভিজে হাওয়ায় মাখা
মাথার ওপর মিছিমিছি ঘুরছে পাখা

মন খারাপ করা
মন খারাপ করা বিকেল মানেই মেঘ করেছে

সরগরম কিন্তু বাইরে রাস্তা, পানের দোকান
সরগরম কিন্তু বাইরে রাস্তা, পানের দোকান
Radio-তে হঠাৎ একটা পুরনো গান
শান্ত নদীটি পটে আঁকা
শান্ত নদীটি পটে আঁকা
সরগরম কিন্তু বাইরে রাস্তা, পানের দোকান
Radio-তে হঠাৎ একটা পুরনো গান

তার সুরটা, তার সুরটা
তার সুরটা চেনাচেনা বলেই ছোঁয়াচ লাগে
কলকাতাতে সন্ধ্যে হবার একটু আগে

মন খারাপ করা
মন খারাপ করা বিকেল মানেই মেঘ করেছে
দূরে কোথাও দু'-এক পশলা বৃষ্টি হচ্ছে

মন খারাপ করা
মন খারাপ করা বিকেল মানেই মেঘ করেছে



Credits
Writer(s): Suman Chattopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link