Eta Ki Bhool

এটা কি ভুল নাকি সুখ, দাও বলে
ভেবে আকুল ক্লান্ত বুক, দাও বলে
চোখের কিনারা বেয়ে এক ফোঁটা জলে
কী কথা দেয় বুঝিয়ে, কোন গল্প বলে

মনে ঝোড়ো হাওয়া
বুকে ধরে যাওয়া
কোন ফাগুনেতে জ্বলছি আমরা?
এই মরসুমে
রোজ রাতঘুমে
তাই একই সাথে চলছি ভুলে কাজ

এটা কি ভুল নাকি সুখ, দাও বলে
ভেবে আকুল ক্লান্ত বুক, দাও বলে

হঠাৎ বৃষ্টিতে যায় ধুয়ে
প্রেমেরই রংতুলি যায় ছুঁয়ে
উদাসী কেউ যেন দূর থেকে
তোরই নাম ধরে যায় ডেকে

মনে ঝোড়ো হাওয়া
বুকে ধরে যাওয়া
কোন ফাগুনেতে জ্বলছি আমরা?
এই মরসুমে
রোজ রাতঘুমে
তাই একই সাথে চলছি ভুলে কাজ

এটা কি ভুল নাকি সুখ, দাও বলে
ভেবে আকুল ক্লান্ত বুক, দাও বলে

মনের রাস্তাতে আয় চলে
একবারও মাঝপথে না থেমে
মায়াবী কোনো মাদুরে
আয় না চড়ে তুই
জাদুর কোনো আদরে
তোকে ছুঁই

মনে ঝোড়ো হাওয়া
বুকে ধরে যাওয়া
কোন ফাগুনেতে জ্বলছি আমরা?
এই মরসুমে
রোজ রাতঘুমে
তাই একই সাথে চলছি ভুলে কাজ

এটা কি ভুল নাকি সুখ, দাও বলে
ভেবে আকুল ক্লান্ত বুক, দাও বলে



Credits
Writer(s): Prasen, Jeet Gannguli
Lyrics powered by www.musixmatch.com

Link