Jhikimiki Oi Tara

ঝিকিমিকি ওই তারা করে যেন ইশারা
ঝিকিমিকি ওই তারা করে যেন ইশারা
চাঁদ বলে তুমি কোথায়
চাঁদ বলে তুমি কোথায়
ও, ঝিকিমিকি ওই তারা করে যেন ইশারা
চাঁদ বলে তুমি কোথায়
চাঁদ বলে তুমি কোথায়

শিশিরে ভেজা এই হিমেল বাতাস
গজলের সুর যে শোনায়
ও, রাতেরই ফোটা ওই ফুলেরই সুবাস
শায়েরীতে মন যে ভরায়
শায়েরীতে মন যে ভরায়
চুপিচুপি কথা বলে তুমি এসে চলে গেলে
রাত বলে তুমি কোথায়
রাত বলে তুমি কোথায়

সাদা সাদা মেঘগুলো রাতেরই আঁধারে
দেখা দিয়ে দূরে সরে যায়
ও, তুমিও তাদের মতো
আমাকে একা করে
ব্যথাতে ভরিয়ে দিলে হায়
ব্যথাতে ভরিয়ে দিলে হায়

মুখোমুখি সেই স্মৃতি
তাই দিয়ে মালা গাঁথি
মেঘ বলে তুমি কোথায়
মেঘ বলে তুমি কোথায়

ঝিকিমিকি ওই তারা করে যেন ইশারা
ও, ঝিকিমিকি ওই তারা করে যেন ইশারা
চাঁদ বলে তুমি কোথায়
চাঁদ বলে তুমি কোথায়
রাত বলে তুমি কোথায়
মেঘ বলে তুমি কোথায়



Credits
Writer(s): Bhushan Dua, Lakshmi Kanta Roya
Lyrics powered by www.musixmatch.com

Link