Baro Bhoy Chhilo Jabar Belay

বড়ো ভয় ছিল যাবার বেলায়
এত ভালোবেসেছো আমায়
আহা, বিদায় না দিতে যদি পারো
যদি আঁখিজলে পথ নাহি ছাড়ো
বড়ো ভয় ছিল যাবার বেলায়

দেখিলাম তুমি হাসিমুখে
প্রেরণার মালা দিলে বুকে
দেখিলাম তুমি হাসিমুখে
প্রেরণার মালা দিলে বুকে
অশ্রুর বদলে যে এলো
দু'টি চোখে বিদ্যুৎ আরো

বড়ো দ্বিধা ছিল যাবার বেলায়
এত ভালোবেসেছো আমায়
যদি অবুঝ হও গো তুমি কভু
আমি কীভাবে এগিয়ে যাবো তবু
বড়ো ভয় ছিল যাবার বেলায়

দেখিলাম যাত্রার কালে
মঙ্গল-শঙ্খ বাজালে
দেখিলাম যাত্রার কালে
মঙ্গল-শঙ্খ বাজালে
বুঝিলাম জাগাতে আবার
এত প্রেম নেই যে গো কারো

বড়ো ব্যথা ছিল যাবার বেলায়
এত ভালোবেসেছো আমায়
আহা, আজান্তে পিছু যদি ডাকো
যদি নতমুখে দূরে সরে থাকো
বড়ো ভয় ছিল যাবার বেলায়

দেখিলাম তুমি খোলা-দ্বারে
শুভ-আশা জানালে আমারে
শাশ্বত প্রণয়ের লেখা
ঝঞ্ঝায় তুমি কি গো হারো

বড়ো ভয় ছিলো যাবার বেলায়
এত ভালোবেসেছো আমায়
আহা, বিদায় না দিতে যদি পারো
যদি আঁখিজলে পথ নাহি ছাড়ো
বড়ো ভয় ছিল যাবার বেলায়

বড়ো ভয় ছিল যাবার বেলায়
বড়ো ভয় ছিল যাবার বেলায়



Credits
Writer(s): Bhupen Hazarika, Pulak Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link