Ami Raji

আমি রাজি, রাখো বাজি
এক ডুবে ভরা নদী হয়ে যাব পার
আমি কাটবো সাঁতার
আমি কাটবো সাঁতার
আমি রাজি, রাখো বাজি
এক ডুবে ভরা নদী হয়ে যাব পার
আমি কাটবো সাঁতার
আমি কাটবো সাঁতার
তরুণ এ প্রাণে কোন ভয় ডর নেই তো আমার
আমি কাটবো সাঁতার

ভয় ডর নেই তো আমার
আমি রাজি, রাখো বাজি

গা ছমছমানো শ্মশানের রাস্তার বটগাছটায়
ঘোর অমাবশ্যায় রাত দশটায়
গা ছমছমানো শ্মশানের রাস্তার বটগাছটায়
কাকের বাসাটা থেকে কোকিল ছানাকে আমি
কাকের বাসাটা থেকে কোকিল ছানাকে আমি
একা একা করি উদ্ধার

কোন ভয় ডর নেই তো আমার
আমি রাজি, রাখো বাজি

আহা, যখনি ডাকবে কেউ আমাকে পাবে
আহা, তখনই মন আমার দৌড়ে যাবে
আহা, যখনি ডাকবে কেউ আমাকে পাবে
আহা, তখনই মন আমার দৌড়ে যাবে

দুঃখী আতুরের সেবায় পরিত্রাণে আমি থাকি তাই
সবার আনন্দে আমি গান গাই
দুঃখী আতুরের সেবায় পরিত্রাণে আমি থাকি তাই

আমার নতুন চোখে পুরনো পৃথিবীটাকে
আমার নতুন চোখে পুরনো পৃথিবীটাকে
ভেঙে চুরে গড়ি বার বার

কোন ভয় ডর নেই তো আমার
আমি রাজি, রাখো বাজি

এক ডুবে ভরা নদী হয়ে যাব পার
আমি কাটবো সাঁতার
আমি কাটবো সাঁতার
আমি রাজী, রাখো বাজী



Credits
Writer(s): Suparnakanti Ghosh, Pulak Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link