Ami Juge Juge Phire Aasi

আমি যুগে যুগে ফিরে আসি
সবারেই ভালোবাসি

আমি যুগে যুগে ফিরে আসি
সবারেই ভালোবাসি
আমি সবারেই ভালোবাসি
মুক্তি আলোর দীপশিখা জ্বেলে
মুক্তি আলোর দীপশিখা জ্বেলে
যুগে যুগে ফিরে আসি
আমি সবারেই ভালোবাসি
আমি সবারেই ভালোবাসি

আমি যে বাঁশি বাজাই

আমি যে বাঁশি বাজাই
জীবনের জয়গান গাই
আমি যে বাঁশি বাজাই
আমি যে বাঁশি বাজাই
জীবনের জয়গান গাই
আনন্দ-সুধায় ভরাতে ধরায়
আনন্দ-সুধায় ভরাতে ধরায়
অশ্রু মুছায়ে হাসি

আমি যুগে যুগে ফিরে আসি
আমি সবারেই ভালোবাসি
আমি সবারেই ভালোবাসি
আমি সবারেই ভালোবাসি



Credits
Writer(s): Amalendu Bikash Karchowdhury
Lyrics powered by www.musixmatch.com

Link