Shimar Majhe Ashim Tumi

সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর
আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর
সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর

কত বর্ণে, কত গন্ধে, কত গানে, কত ছন্দে
কত বর্ণে, কত গন্ধে, কত গানে, কত ছন্দে
অরূপ তোমার রূপের লীলায় জাগে হৃদয়পুর
আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর

সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর

তোমায় আমায় মিলন হলে সকলি যায় খুলে
বিশ্বসাগর ঢেউ খেলায়ে উঠে তখন দুলে
তোমায় আমায় মিলন হলে সকলি যায় খুলে
বিশ্বসাগর ঢেউ খেলায়ে উঠে তখন দুলে

তোমার আলোয় নাই তো ছায়া
আমার মাঝে পায় সে কায়া
তোমার আলোয় নাই তো ছায়া
আমার মাঝে পায় সে কায়া
হয় সে আমার অশ্রুজলে সুন্দরবিধুর
আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর

সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর
আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর
সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link