Hirer Angti

নামি জহুরীর দোকানে যখন
দামি লোকেদের ভাবনা অন্য
আকাশে তখন সূর্য পাঠালো
হীরের আংটি সবার জন্য

নামি জহুরীর দোকানে যখন
দামি লোকেদের ভাবনা অন্য
আকাশে তখন সূর্য পাঠালো
হীরের আংটি সবার জন্য

চাঁদপনা মুখ নায়করা যেই
মুখের পালিশে সুনাম রাখলো
সকালের চাঁদ আস্তে আস্তে
নিজের ছায়ায় সূর্য ঢাকলো

নামি জহুরীর-
নামি জহুরীর দোকানে যখন
দামি লোকেদের ভাবনা অন্য
আকাশে তখন সূর্য পাঠালো
হীরের আংটি সবার জন্য

চাঁদের বুড়িটা চরকা কাটতে কাটতে
খানিক মুচকি হাসে
বৃদ্ধ সূর্য বুড়ির চুলে
নিজের মুখটা ঢাকতে আসে

বয়স্ক এই মুখটা আমার
তোমার চুলেই ঢাকব চলো
কেউ কি বলবে ঐ তো কেমন
মানুষে মানুষে গ্রহণ হলো

নামি জহুরীর-
নামি জহুরীর দোকানে যখন
দামি লোকেদের ভাবনা অন্য
আকাশে তখন সূর্য পাঠালো
হীরের আংটি সবার জন্য



Credits
Writer(s): Suman Chattopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link