Mati Prithibir Prati

মাটি-পৃথিবীর প্রতি এক গভীর টান
লালন করে এসেছেন রবীন্দ্রনাথ শৈশব থেকেই
তার এই অনুরাগ তীব্রতর হয় তরুণ বয়সে
পূর্ববঙ্গে শিলাইদহ, পতিসর, শাহজাদপুরে
জমিদারি দেখাশোনার কারণে বসবাসের দিনগুলিতে

মর্ত্য পৃথিবীর মানুষের সুখ-দুঃখের উচ্ছ্বাসের পরিচয়
আর শ্যামলী প্রকৃতির উদার আহ্বান তাকে নাড়া দিয়েছে
পরিণত বয়সে এসেও তিনি বলেছেন
"যে আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী লাগি কান পেতে আছি"
তার কাছে এই দ্যুলোক মধুময়, মধুময় পৃথিবীর ধূলি

"পূরবী" কাব্যগ্রন্থের "মাটির ডাক" এবং "আশা" কবিতায়
তাই কবি গাইলেন, "ধন নয়, মান নয়, এইটুকু বাসা করেছিনু আশা"
এই কালো মাটির বাসাই তার কাছে আঁধার-আলোর স্বর্গ হয়ে ধরা দিয়েছে



Credits
Writer(s): Durbadal Chatterjee, Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link