Moner Manush Khunjte

মনের মানুষ খুঁজতে এসে-
মনের মানুষ খুঁজতে এসে লোকে বুঝি অমনি ফিরে যায়?

এই বাগিচায় খুঁজে নে রে
এই বাগিচায় খুঁজে নে রে মনটা যা তোর চায়

মনের মানুষ খুঁজতে এসে লোকে বুঝি অমনি ফিরে যায়?

যদি মনের কথা মুখে না আসে
যদি মনের কথা মুখে না আসে
তবে চোখের দিকে চেয়ে, বঁধু, জেনে নিতে হয়
যদি আপনজনা কাছে না আসে
তার দুহাত ধরে বুকের কাছে টেনে নিতে হয়
মরণের মুখে অমন মনকে বুঝি ঠেলে রেখে যায়

এই বাগিচায় খুঁজে নে রে
এই বাগিচায় খুঁজে নে রে মনটা যা তোর চায়

মনের মানুষ খুঁজতে এসে লোকে বুঝি অমনি ফিরে যায়?

ভালোবাসা এমন পাখি- কোনোদিন বাসাই বাঁধে না
ভালোবাসা এমন পাখি- কোনোদিন বাসাই বাঁধে না
একবার ছিঁড়লে শিকল আর কোনোদিন ফিরে আসে না

যদি কোথায় ব্যথা কেউ না জানে
যদি কোথায় ব্যথা কেউ না জানে
তবে দুঃখের কাঁটা মুখে করে তুলে নিতে হয়
ওরে, সুখের খোঁজে কেউ না আসে
এখানে পিরিতির নেশায় মেতে ভুলে যেতে হয়
আমার এই আয়না-চোখে দেখ না যদি কিছু পাওয়া যায়

এই বাগিচায় খুঁজে নে রে
এই বাগিচায় খুঁজে নে রে মনটা যা তোর চায়

মনের মানুষ খুঁজতে এসে-
মনের মানুষ খুঁজতে এসে লোকে বুঝি অমনি ফিরে যায়?



Credits
Writer(s): Mukul Dutta, Hemant Kumar Mukherjee
Lyrics powered by www.musixmatch.com

Link