E Kemon Ranga

এ কেমন রঙ্গ তোমার
কাছে এসে দূরে থাকা
এ কেমন রঙ্গ তোমার
কাছে এসে দূরে থাকা
এ কেমন রঙ্গ তোমার
বিরাগে মুখ ফিরায়ে
অনুরাগে পিছু ডাকা

এ কেমন রঙ্গ তোমার
কাছে এসে দূরে থাকা
এ কেমন রঙ্গ তোমার

আমি ফুল মাটির 'পরে
তুমি চাঁদ নীলাম্বরে
আমি ফুল মাটির 'পরে
তুমি চাঁদ নীলাম্বরে
কখনো ঝরাও আলো
কখনো ঝরাও আলো
কখনো মেঘে ঢাকা

এ কেমন রঙ্গ তোমার
কাছে এসে দূরে থাকা
এ কেমন রঙ্গ তোমার

কুঁড়ি এক ছিনু একেলা
এলো হায় ফোটার বেলা
কুঁড়ি এক ছিনু একেলা
এলো হায় ফোটার বেলা
প্রজাপতি জাগিয়ে স্বপন
মেলিলো রঙিন পাখা
প্রজাপতি জাগিয়ে স্বপন
মেলিলো রঙিন পাখা

মিলনের মধুমাসে
ভুলিনু কী যে আসে
মিলনের মধুমাসে
ভুলিনু কী যে আসে
জানি আজ খুশি তোমার
জানি আজ খুশি তোমার
কথা রাখা, না রাখা

এ কেমন রঙ্গ তোমার
কাছে এসে দূরে থাকা
এ কেমন রঙ্গ তোমার
বিরাগে মুখ ফিরায়ে
বিরাগে মুখ ফিরায়ে
অনুরাগে পিছু ডাকা

এ কেমন রঙ্গ তোমার
এ কেমন রঙ্গ তোমার



Credits
Writer(s): Jnanprakash Ghosh
Lyrics powered by www.musixmatch.com

Link