Aar Bajayo Na Banshari Nishithe

আর বাজায়ো না বাঁশরি নিশীথে
আর বাজায়ো না বাঁশরি নিশীথে
আর বাজায়ো না বাঁশরি নিশীথে
ভুলায়ো না মোরে ওগো সুরের মায়াতে
ভুলায়ো না মোরে ওগো সুরের মায়াতে
বাজায়ো না বাঁশরি নিশীথে
আর বাজায়ো না

নিঠুর নিষাদ-সম কেন বারেবারে
কেন, কেন নিঠুর নিষাদ-সম বারেবারে
নিঠুর নিষাদ-সম কেন বারেবারে
এমন সুরের বাণ হানো গো আমারে
জাগায়ে তৃষ্ণা শুধু মরু বালুচরে
জাগায়ে তৃষ্ণা শুধু মরু বালুচরে
অশ্রুধারা মম নয়নে ঝরাতে

বাজায়ো না বাঁশরি নিশীথে
আর বাজায়ো না

আর বাজায়ো না বাঁশরি নিশীথে
নিশীথে বাঁশরি বাজায়ো না
বাজায়ো না নিশীথে
বাঁশরি বাজায়ো না, বাজায়ো না
আর বাজায়ো না বাঁশরি নিশীথে
আর বাজায়ো না, বাজায়ো না



Credits
Writer(s): Ajoy Chakraborty, Amar Shankar Bhattacharya
Lyrics powered by www.musixmatch.com

Link