Saphal Karo He Prabhu

সফল করো হে প্রভু আজি সভা
সফল করো হে প্রভু আজি সভা
এ রজনী হোক মহোৎসবা
সফল করো হে প্রভু আজি সভা

বাহির অন্তর ভুবন চরাচর
মঙ্গলডোরে বাঁধি এক করো
বাহির অন্তর ভুবন চরাচর
মঙ্গলডোরে বাঁধি এক করো
শুষ্ক হৃদয় করো প্রেমে সরসতর
শূন্য নয়নে আনো পুণ্যপ্রভা

সফল করো হে প্রভু আজি সভা

অভয়দ্বার তব করো হে অবারিত
অমৃত-উৎস তব করো উৎসারিত
গগনে গগনে করো প্রসারিত
অতিবিচিত্র তব নিত্যশোভা

সব ভকতে তব আনো এ পরিষদে
বিমুখ চিত্ত যত করো নত তব পদে
সব ভকতে তব আনো এ পরিষদে
বিমুখ চিত্ত যত করো নত তব পদে
রাজ-অধীশ্বর, তব চিরসম্পদ
সব সম্পদ করো হতগরবা

সফল করো হে প্রভু আজি সভা
এ রজনী হোক মহোৎসবা
সফল করো হে প্রভু আজি সভা



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link