Duranta Ghurnir Ei Legechhe Paak

দূরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক
এই দুনিয়া ঘরে বনবন বনবন
ছন্দে ছন্দে কত রং বদলায় রং বদলায়
দূরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক
এই দুনিয়া ঘরে বনবন বনবন
ছন্দে ছন্দে কত রং বদলায় রং বদলায়

কখনো পিঙ্গল কখন সবুজ
কখন বুঝি আর কখন অবুজ
কখনো পিঙ্গল কখন সবুজ
কখন বুঝি আর কখন অবুজ
হৃদয় দিলে যার হৃদয় মেলে
হৃদয় জাবেশে কাল পথে ফেলে
হৃদয় দিলে যার হৃদয় মেলে
হৃদয় জাবেশে কাল পথে ফেলে
গোলক ধাঁধার ভাই, তাই লেগেছে তাক
এই দুনিয়া ঘরে বনবন বনবন
ছন্দে ছন্দে কত রং বদলায় রং বদলায়
দূরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক
এই দুনিয়া ঘরে বনবন বনবন
ছন্দে ছন্দে কত রং বদলায় রং বদলায়

ও... এই ঘুরন্ত নাগরদোলায়
কখন কাঁদায় আর কখন ভোলায়
ও... এই ঘুরন্ত নাগরদোলায়
কখন কাঁদায় আর কখন ভোলায়
কখন সাদা আর কখন কালো
কখন মন্দ যে কখন ভালো
কখন সাদা আর কখন কালো
কখন মন্দ যে কখন ভালো
জীবন জোয়ায় বীর জিতে গেলে
বোকার হদ্দ যদি হেরে গেলে
জীবন জোয়ায় বীর জিতে গেলে
বোকার হদ্দ যদি হেরে গেলে
কপাল মন্দ আজ, কাল চিচিং ফাক
এই দুনিয়া ঘরে বনবন বনবন
ছন্দে ছন্দে কত রং বদলায় রং বদলায়
দূরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক
এই দুনিয়া ঘরে বনবন বনবন
ছন্দে ছন্দে কত রং বদলায় রং বদলায়
রং বদলায় রং বদলায়
রং বদলায় রং বদলায়



Credits
Writer(s): Salil Choudhury
Lyrics powered by www.musixmatch.com

Link