O Jodi Radhai Holo

ও যদি রাধাই হলো, পায়ে কেন পরলো না নূপুর?
ও যদি রাধাই হলো, পায়ে কেন পরলো না নূপুর?
মন আমার শুধুশুধুই বাঁশি হয়ে বাজালো সুর
মন আমার শুধুশুধুই বাঁশি হয়ে বাজালো সুর
ও যদি রাধাই হলো, পায়ে কেন পরলো না নূপুর?

ও যদি চোখই পেলো এমন কালো, গভীর কালো
ও চোখে জ্বললো কেন ঝিকিমিকি খুশির আলো
ও যদি চোখই পেলো এমন কালো, গভীর কালো
ও চোখে জ্বললো কেন ঝিকিমিকি খুশির আলো
ও আলোয় লাগছে ভালো যায় যতদূর

ও যদি রাধাই হলো, পায়ে কেন পরলো না নূপুর?
ও যদি রাধাই হলো, পায়ে কেন পরলো না নূপুর?

ও যদি রুপই পেলো, রুপের আগুন জ্বাললো কেন?
এ বুকে ওই আগুনের শাওনধারা ঢাললো কেন?
ও যদি রুপই পেলো, রুপের আগুন জ্বাললো কেন?
এ বুকে ওই আগুনের শাওনধারা ঢাললো কেন?
বোঝা আর এই না বোঝা লাগছে মধুর

ও যদি রাধাই হলো, পায়ে কেন পরলো না নূপুর?
ও যদি রাধাই হলো, পায়ে কেন পরলো না নূপুর?
মন আমার শুধুশুধুই বাঁশি হয়ে বাজালো সুর
মন আমার শুধুশুধুই বাঁশি হয়ে বাজালো সুর
ও যদি রাধাই হলো, পায়ে কেন পরলো না নূপুর?



Credits
Writer(s): Pulak Banerjee, Sailen Mukherjee
Lyrics powered by www.musixmatch.com

Link