Aro Kichhu Raat

আরও কিছু রাত তুমি জাগতে যদি
দেখতে গো সব তারা জ্বলছে
মিষ্টি কথা চাঁদ বলতে জানে
তুমি শুনতে পেলে না

আরও কিছু রাত তুমি জাগতে যদি
দেখতে গো সব তারা জ্বলছে
মিষ্টি কথা চাঁদ বলতে জানে
তুমি শুনতে পেলে না

একটু পরে ঐ নদী কূলে কূলে জোয়ার পেলো
একটি সাগর জলরঙে ঐ ছবি রাঙিয়ে গেল
একটু পরে ঐ নদী কূলে কূলে জোয়ার পেলো
একটি সাগর জলরঙে ঐ ছবি রাঙিয়ে গেল

তাই আমি জেগে জেগে একা একা দেখি
তুমি দেখতে এলে না
তাই আমি জেগে জেগে একা একা দেখি
তুমি দেখতে এলে না

আরও কিছু রাত তুমি জাগতে যদি
দেখতে গো সব তারা জ্বলছে
মিষ্টি কথা চাঁদ বলতে জানে
তুমি শুনতে পেলে না

মন থেকে অনুরাগ আনতে আনতে আনতে
পড়লে যে তুমি ঘুমিয়ে, পারলে না কিছু জানতে
একটু ছোঁয়ায় কোন আশা মনে মনে সত্যি হতো
একটু শোনায় কোন কথা লাগতো যে সোনার মতো

একটু ছোঁয়ায় কোন আশা মনে মনে সত্যি হতো
একটু শোনায় কোন কথা লাগতো যে সোনার মতো
ভাবনার পথে পথে চুপিচুপি তুমি তারে জানতে গেলে না
ভাবনার পথে পথে চুপিচুপি তুমি তারে জানতে গেলে না

আরও কিছু রাত তুমি জাগতে যদি
দেখতে গো সব তারা জ্বলছে
মিষ্টি কথা চাঁদ বলতে জানে
তুমি শুনতে পেলে না



Credits
Writer(s): Pulak Banerjee, Rajen Sarkar
Lyrics powered by www.musixmatch.com

Link