Phool Keno Phote

ফুল কেন ফোটে জানো তোমরা?
সবারে বিলাবে বলে গন্ধ তার
তারা কেন জ্বলে জানো আকাশে?
আলোয় ভরাবে যত অন্ধকার

তোমরাও ক'টি ছোট ছোট ফুল
পৃথিবীতে গন্ধ যে ছড়াবে
লেখাপড়া শিখে আরো বড় হও
সবাকার মনে আলো ঝরাবে

পাখি দেখো ভোর হলে গান গায়
শুনায় সবারে সেও ছন্দ তার

ফুল কেন ফোটে জানো তোমরা?
সবারে বিলাবে বলে গন্ধ তার
তারা কেন জ্বলে জানো আকাশে?
আলোয় ভরাবে যত অন্ধকার

তোমরাও ক'টি ঝলমল তারা
মানুষের অন্ধতা সরাবে
ভালোবাসা দিয়ে গড়ো এ হৃদয়
তোমাদেরও সবে বুকে জড়াবে

নিয়ম আর শৃঙ্খলা মানে যে
হবে না চলার পথ বন্ধ তার

ফুল কেন ফোটে জানো তোমরা?
সবারে বিলাবে বলে গন্ধ তার
তারা কেন জ্বলে জানো আকাশে?
আলোয়...



Credits
Writer(s): Amal Mukhopadhyay, Miltu Ghosh
Lyrics powered by www.musixmatch.com

Link