Ashrute Mor Kannate Mor

অশ্রুতে মোর, কান্নাতে মোর
রুদ্রবীণার রুক্ষ লিখায় জাগো
বাংলার ঘরে ঘরে আছো যারা
মোর মতো ভাগ্যহত

অশ্রুতে মোর, কান্নাতে মোর
রুদ্রবীণার রুক্ষ লিখায় জাগো
বাংলার ঘরে ঘরে আছো যারা
মোর মতো ভাগ্যহত

পথ চলো তুমি, হোক না সে পথ সঙ্গীবিহীন একা
ভয় নেই, জেনো সেই পথে তুমি বন্ধুর পাবে দেখা
আঁধারের বুকে তোমরা নিয়ত জ্বলো প্রদীপের মতো
বাংলার ঘরে ঘরে আছো যারা
মোর মতো ভাগ্যহত

অশ্রুতে নয়, কান্নাতে নয়
রুদ্রবীণার রুক্ষ লিখায় জাগো
বাংলার ঘরে ঘরে আছো যারা
কেউ নও ভাগ্যহত

দূর হতে শুধু আলেয়ার মতো ভেবেছো তুমি গো যারে
হয়তো সে আলো জীবনে তোমার দীপ জ্বেলে দিতে পারে
স্বপ্নের নীড় বৈশাখী ঝড়ে হয়তো বিলীন হবে
চলার এ পথে সেই তো তোমার সঞ্চয় হয়ে রবে
মিথ্যার কাছে সত্য যা কিছু কখনো হবে না নত
বাংলার ঘরে ঘরে আছো যারা
কেউ নও ভাগ্যহত

অশ্রুতে নয়, কান্নাতে নয়
রুদ্রবীণার রুক্ষ লিখায় জাগো



Credits
Writer(s): Amal Mukhopadhyay, Miltu Ghosh
Lyrics powered by www.musixmatch.com

Link