Masto Akash

মস্ত আকাশ, হলদে পাখি
আঁকছে দু'টি ছোট্ট আঁখি, ছোট্ট আঁখি
উড়ছে পাখি আঁকার খাতায়
নামবে না কি গাছের মাথায়, গাছের মাথায়?

ফিরছে পাখি বাসায় না কি
ভাবছে দু'টি ছোট্ট আঁখি
ফিরছে পাখি বাসায় না কি
ভাবছে দু'টি ছোট্ট আঁখি

গাছটা হলো ঝাঁকড়া মাথা
সবুজ পেলো আঁকার খাতা
গাছটা হলো ঝাঁকড়া মাথা
সবুজ পেলো আঁকার খাতা

আঁকার খাতার একটি কোণে
উড়ছে পাখি আপন মনে
আপন মনে দিঘির ধারে
রংচঙে ফুল ফুটতে পারে

সেই রঙে রঙ মিলিয়ে দিয়ে
নীল হলো জল লাশ মিটিয়ে
জলের ওপর নৌকো চলে
পাটকিলে পাল তোলার ছলে

ছল করে কি পাখির ডানা
আঁকার খাতার এই সীমানা
পাড় হয়ে যায় অনেক দূরে
ছবি আঁকার এই দুপুরে?
ছবি আঁকার-



Credits
Writer(s): Kabir Suman
Lyrics powered by www.musixmatch.com

Link