Aamar Swapan Kinte Paare

আমার স্বপন কিনতে পারে
এমন আমীর কই?
আমার জলছবিতে রঙ মিলাবে
এমন আবীর কই?
আমার স্বপন কিনতে পারে
এমন আমীর কই?
আমার জলছবিতে রঙ মিলাবে
এমন আবীর কই?

আমি দুখের সিংহাসনে বসে
সুখের বিচার করি
আমি ভাবের ঘরের অভাবটুকু
আখর দিয়ে ভরি
আমি দুখের সিংহাসনে বসে
সুখের বিচার করি
আমি ভাবের ঘরের অভাবটুকু
আখর দিয়ে ভরি

আমার পরম বন্ধু হবে
এমন অধীর কই?
আমার জলছবিতে রঙ মিলাবে
এমন আবীর কই?

আমি অসীম ধনে ধনী
দরিদ্র কে বলে আমায়
জাগরনের ঘুমে আছি
বিনিদ্র কে বলে আমায়
আমি অসীম ধনে ধনী
দরিদ্র কে বলে আমায়
জাগরনের ঘুমে আছি
বিনিদ্র কে বলে আমায়

আমি পথের দিশা ভুলে গিয়ে
পথেই ফিরেই আসি
আমি ভালোবাসার যন্ত্রণাকে
অধিক ভালবাসি
আমি পথের দিশা ভুলে গিয়ে
পথেই ফিরেই আসি
আমি ভালোবাসার যন্ত্রণাকে
অধিক ভালবাসি

আমায় ধরে বেঁধে রাখে
এমন সে নীড় কই?
আমার জলছবিতে রঙ মিলাবে
এমন আবীর কই?

আমার স্বপন কিনতে পারে
এমন আমীর কই?
আমার জলছবিতে রঙ মিলাবে
এমন আবীর কই?



Credits
Writer(s): Jatileswar Mukherjee
Lyrics powered by www.musixmatch.com

Link