Rekho Ma Dasere Mone

রেখো মা দাসেরে মনে
এ মিনতি করি পদে
রেখো মা দাসেরে মনে
এ মিনতি করি পদে
সাধিতে মনের সাধ
ঘটে যদি পরমাদ
মধুহীন করো না গো তব মনঃকোকনদে
রেখো মা দাসেরে মনে
এ মিনতি করি পদে
রেখো মা দাসেরে মনে

প্রবাসে দৈবের বশে
জীবতারা যদি খসে
প্রবাসে দৈবের বশে
জীবতারা যদি খসে
এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে
এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে
জন্মিলে মরিতে হবে
অমর কে কোথা কবে
চিরস্থির কবে নীর, হায় রে, জীবন-নদে?

রেখো মা দাসেরে মনে
এ মিনতি করি পদে
রেখো মা দাসেরে মনে

তবে যদি দয়া কর
ভুল দোষ-গুণ ধর
তবে যদি দয়া কর
ভুল দোষ-গুণ ধর
অমর করিয়া বর দেহ দাসে, সুবরদে
অমর করিয়া বর দেহ দাসে, সুবরদে
ফুটি যেন স্মৃতিজলে
মানসে মা যথা ফলে
মধুময় তামরস কি বসন্ত, কি শরদে

রেখো মা দাসেরে মনে
এ মিনতি করি পদে
রেখো মা দাসেরে মনে



Credits
Writer(s): Salil Choudhury, Michael Madhusudan Dutta
Lyrics powered by www.musixmatch.com

Link