Shanto Naditi Pate Anka Chhabiti

শান্ত নদীটি, পটে আঁকা ছবিটি
শান্ত নদীটি, পটে আঁকা ছবিটি
একটু হাওয়া নাই
জল যে আয়না তাই
ঝিম ধরেছে, ঝিম ধরেছে গাছের পাতায়
পাল গুটিয়ে থমকে গেছে ছোট্ট তরীটি
আহা, ছোট্ট তরীটি
শান্ত নদীটি

উড়ছিল ঘুড়ি গাছটি ডিঙিয়ে
বন্ধ বাতাসে পড়লো ঝিমিয়ে
উড়ছিল ঘুড়ি গাছটি ডিঙিয়ে
বন্ধ বাতাসে পড়লো ঝিমিয়ে
ক্লান্ত সুরে ডাকছে দূরে ঘুঘু পাখিটি
আহা, ঘুঘু পাখিটি
শান্ত নদীটি

দুষ্টু ছেলেটা গরমে ঘামে
নদীর ঘাটে জলেতে নামে
আহা, গরমে ঘামে
দুষ্টু ছেলেটা গরমে ঘামে
নদীর ঘাটে জলেতে নামে
আহা, গরমে ঘামে

জমছে কালো মেঘ, অন্ধকার ঘনায়
তাই দেখে মাঝি আকাশে তাকায়
জমছে কালো মেঘ, অন্ধকার ঘনায়
তাই দেখে মাঝি আকাশে তাকায়
ক্রুদ্ধ ঝড়ে উঠবে নড়ে স্তব্ধ প্রকৃতি
আহা, স্তব্ধ প্রকৃতি
শান্ত নদীটি

শান্ত নদীটি, পটে আঁকা ছবিটি
একটু হাওয়া নাই
জল যে আয়না তাই
ঝিম ধরেছে, ঝিম ধরেছে গাছের পাতায়
পাল গুটিয়ে থমকে গেছে ছোট্ট তরীটি
আহা, ছোট্ট তরীটি
শান্ত নদীটি

শান্ত নদীটি, পটে আঁকা ছবিটি
শান্ত নদীটি, পটে আঁকা ছবিটি
শান্ত নদীটি, পটে আঁকা ছবিটি



Credits
Writer(s): Paresh Dhar
Lyrics powered by www.musixmatch.com

Link