Pakhi

না রে না
তা রা রা রা রা
না রে না
তা রা রা রা রা
না রে না
না রে না

পাখি পাখি এই মন দূরে ঐ আকাশে
ডানা মেলে যায় উড়ে
উড়ে, ডানা মেলে যায় উড়ে

ফেলে আসা দিনের স্মৃতিগুলি ধরা দেয়
দুচোখে স্বপ্ন ঘিরে
উড়ে, ডানা মেলে যায় উড়ে

আলেয়ার মায়াবী হাতছানিয়ে যে
মনপাখি খুঁজেই মরে
মেঘের ঐ মিনারে
উড়ে, ডানা মেলে যায় উড়ে

মনে পড়ে সেই দিন, সেই ছেলেবেলা
সেই হাসি-গান আর স্বপ্নের খেলা
বসত খুশির হাট, ভুলতে পারিনি
দুষ্টুমি, সেও করতে ছাড়িনি

ইস্কুল ছুটি হলে মেঠোপথে বাড়ি ফেরা
রংবেরঙের প্রজাপতি ধরা
উঁকি মারে আজো মনেরই গভীরে

পাখি পাখি এই মন দূরে ঐ আকাশে
ডানা মেলে যায় উড়ে
উড়ে, ডানা মেলে যায় উড়ে

ডাকত আকাশ ওই, ডাকত বরষা
ভাবনা বিহীন মনে ছিল কত আশা
সারাদিন হইচই, সবকিছু ভুলে
আসত চোখে ঘুম মায়ের কোলে

সেই ঠাকুরমার ঝুলি, রূপকথা শুনে শুনে
রাজকন্যার সাধ জাগত এ মনে
সোনালি সে দিন আর আসবে কি ফিরে?

পাখি পাখি এই মন দূরে ঐ আকাশে
ডানা মেলে যায় উড়ে
উড়ে, ডানা মেলে যায় উড়ে

ফেলে আসা দিনের স্মৃতিগুলি ধরা দেয়
দুচোখে স্বপ্ন ঘিরে
উড়ে, ডানা মেলে যায় উড়ে

আলেয়ার মায়াবী হাতছানিয়ে যে
মনপাখি খুঁজেই মরে
মেঘের ঐ মিনারে
উড়ে, ডানা মেলে যায় উড়ে



Credits
Writer(s): Zubeen Garg, Sumit Acharya
Lyrics powered by www.musixmatch.com

Link