Se Ki Amar Dushman Dushman

সে কি আমার দুশমন দুশমন
সে কি আমার দুশমন দুশমন
শুনি যার গুঞ্জন
সে কি আমার দুশমন দুশমন
শুনি যার গুঞ্জন
সে কি আমার দুশমন দুশমন

আজি রাত কেন মাতিল?
নিবিড় বাসনা জাগাল
আজি রাত কেন মাতিল?
নিবিড় বাসনা জাগাল
চটুল তালে কে নাচিল?
রসিকের মন মজিল
বাজে পায়েল ঝন্ -ঝন্ -ঝন্ -ঝন্

সে কি আমার দুশমন দুশমন
সে কি আমার দুশমন দুশমন

আধো আলো আধো ছায়াতে
সখি চায় ভালোবাসিতে
আধো আলো আধো ছায়াতে
সখি চায় ভালোবাসিতে
স্তব্ধ-গভীর-নিশীথে
চাহে মোর সাথে মিশিতে
আঁখিতে দেখিনু অঞ্জন

সে কি আমার দুশমন দুশমন
সে কি আমার দুশমন দুশমন
শুনি যার গুঞ্জন
সে কি আমার দুশমন দুশমন



Credits
Writer(s): Sachin Dev Burman, Meera Deb Burman
Lyrics powered by www.musixmatch.com

Link