Chalechi Eka Kon Ajanya

হেই, ঝুমরী-ঝুমরী-ঝুমরী রে
হে, হে
আই, ঝুমরী-ঝুমরী-ঝুমরী-ঝুমরী রে-রে-রে-রে

হুউউউ

চলেছি একা কোন অজানায়
খুঁজেছি তারে যে অচেনা
চলেছি একা কোন অজানায়
খুঁজেছি তারে যে অচেনা

নাম না জানা কাজলা মেয়ে
আসতো-যেতো এ পথ দিয়ে

চলেছি একা কোন অজানায়
খুঁজেছি তারে যে অচেনা

পথে-পথে, ফুলে-ফুলে
কতো রঙে দেখেছি তারে যেন
কতো দূরে, আরও দূরে
যাই তবু দেখিনা তারে কেন?

ভোমরা-চোখে, মেঘলা বুকে
মনকে সে তার লুকিয়ে রাখে

চলেছি একা কোন অজানায়
খুঁজেছি তারে যে অচেনা

প্রজাপতি-মন তারও
মধু-মধু, বসেনা কারো মনে
পাখি হয়ে যায় উড়ে
শুধু শুধু আকাশেরও মনে মনে

ঝলকে যাওয়া মিষ্টি হাসি
ভরলো এ মন ভালোবাসি

চলেছি একা কোন অজানায়
খুঁজেছি তারে যে অচেনা

নাম না জানা কাজলা-মেয়ে
আসতো-যেতো এ পথ দিয়ে

চলেছি একা কোন অজানায়
খুঁজেছি তারে যে অচেনা



Credits
Writer(s): Mukul Dutta, R D Burman
Lyrics powered by www.musixmatch.com

Link