Monkharaper Bikele

মন খারাপের বিকেলে কেউ গলা সাধে না
কার্নিশে আর শালিক পাখি বাসা বাঁধে না
বাঁধে না, বাঁধে না

কান্না পেলে কেন আমি আর কাঁদি না

ভুবনডাঙার মাঠটা আমার গেল যে কোথায়
বোতামবিহীন shirt-টা আমার ছোটো কেন হয়
জানি না, জানি না

বৃষ্টি এলে কেন আমি আর ভিজি না

মন খারাপের বিকেলে কেউ গলা সাধে না
কার্নিশে আর শালিক পাখি বাসা বাঁধে না
বাঁধে না, বাঁধে না

কান্না পেলে কেন আমি আর কাঁদি না
কান্না পেলে কেন আমি আর কাঁদি না

ভোর বেলাতে ভোর বেলা আমার
দেখা হয়ে ওঠে না যে আর

ভোর বেলাতে ভোর বেলা আমার
দেখা হয়ে ওঠে না যে আর
কে জানে কী কারণে
কে জানে কী কারণে

ভেজা ঘাসে খালি পায়ে আর হাঁটি না

হিজিবিজি ছবি কেউ আর তো আঁকে না
কোকিল আসে ছাদের কোণে, কিন্তু ডাকে না
ডাকে না, ডাকে না

মনের কথা মনে তো আমার থাকে না

মন খারাপের বিকেলে কেউ গলা সাধে না
কার্নিশে আর শালিক পাখি বাসা বাঁধে না
বাঁধে না, বাঁধে না

কান্না পেলে কেন আমি আর কাঁদি না
বৃষ্টি এলে কেন আমি আর ভিজি না
ভেজা ঘাসে খালি পায়ে আর হাঁটি না



Credits
Writer(s): Anjan Dutt, Neel Dutt
Lyrics powered by www.musixmatch.com

Link