Sarata Din Thinak Tadhin

সারাটি দিন ধিনাক-তা-ধিন
সারাটি দিন ধিনাক-তা-ধিন
সে যদি প্রাণের মাদল বাজাতো রে
মন আমার তাহলে চাঁপা ফুলেই খোঁপাটি তার সাজাতো যে

সারাটি দিন ধিনাক-তা-ধিন
সারাটি দিন ধিনাক-তা-ধিন
সে যদি প্রাণের মাদল বাজাতো রে
মন আমার তাহলে চাঁপা ফুলেই খোঁপাটি তার সাজাতো যে

সারাটি দিন

বাহারী শালের বনে বাতাস আমায় ছুঁয়ে দিলে
বাহারী শালের বনে বাতাস আমায় ছুঁয়ে দিলে
হতো না দোষ তো কিছুই আরো কাছে ডেকে নিলে
দু'চোখে তাকে দেখে চোখের তারায় জানাতো যে
মন আমার তাহলে চাঁপা ফুলেই খোঁপাটি তার সাজাতো যে

সারাটি দিন

সূর্য আবির মেখে আকাশ থেকে নেমে গেলে
সূর্য আবির মেখে আকাশ থেকে নেমে গেলে
কপালে সেই রঙের সিঁদুর কিছু দিতো ঢেলে
মুখে না কথা বলে হাসিতে মন বোঝাতো সে
মন আমার তাহলে চাঁপা ফুলেই খোঁপাটি তার সাজাতো যে

সারাটি দিন ধিনাক-তা-ধিন
সারাটি দিন ধিনাক-তা-ধিন
সে যদি প্রাণের মাদল বাজাতো রে
মন আমার তাহলে চাঁপা ফুলেই খোঁপাটি তার সাজাতো যে

সারাটি দিন ধিনাক-তা-ধিন
সারাটি দিন ধিনাক-তা-ধিন
সারাটি দিন ধিনাক-তা-ধিন
সারাটি দিন ধিনাক-তা-ধিন



Credits
Writer(s): Gouri Prasanna Mazumdar, Neeta Sen
Lyrics powered by www.musixmatch.com

Link