Nishiraat Banka Chand Akashe

নিশি রাত, বাঁকা চাঁদ আকাশে
চুপিচুপি বাঁশি বাজে বাতাসে, বাতাসে
নিশি রাত, বাঁকা চাঁদ আকাশে
চুপিচুপি বাঁশি বাজে বাতাসে, বাতাসে
নিশি রাত

ভাঙা ঘরে দুদিনেরই খেলাঘর
হোক ভাঙা, তবু এলো জোছনা
ভাঙা ঘরে দুদিনেরই খেলাঘর
হোক ভাঙা, তবু এলো জোছনা
ফুলে ফুলে ছেয়ে গেল বালুচর
স্বপ্ন বাসর করি রচনা

এ জীবনে যতটুকু চেয়েছি
মন বলে তারও বেশি পেয়েছি, পেয়েছি

নিশি রাত, বাঁকা চাঁদ আকাশে
চুপিচুপি বাঁশি বাজে বাতাসে, বাতাসে
নিশি রাত

জীবনের পথে পথে চলিতে
যত আশা গিয়েছিলো ফুরায়ে
জীবনের পথে পথে চলিতে
যত আশা গিয়েছিলো ফুরায়ে
গজমতি হার যেন ধূলিতে
ভিখারীনি পেলো আজ কুড়ায়ে

এ জীবনে যতটুকু চেয়েছি
মন বলে তারও বেশি পেয়েছি, পেয়েছি

নিশি রাত, বাঁকা চাঁদ আকাশে
চুপিচুপি বাঁশি বাজে বাতাসে, বাতাসে
নিশি রাত, বাঁকা চাঁদ আকাশে



Credits
Writer(s): Nachiketa Ghosh, Pronab Roy
Lyrics powered by www.musixmatch.com

Link