O Piu Kanha Pakhi

ও ও ও
ও ও ও
ও ও ও পিউ কাহা পাখি
কেন খুজিস মিছে পিয়ারে
জানি যায়না ধরা জীবনে
সেই আলেয়ারে আলেয়ারে
ও পিউ কাহা পাখি

সে যে সোনার হরিন আশা দিয়ে
যায় পালিয়ে মন নিয়ে
সোনার হরিন আশা দিয়ে
যায় পালিয়ে মন নিয়ে
যে বোঝেনা প্রাণের ভাষা
মন কেন দিলি তারে
ও ও ও পিউ কাহা পাখি

যে দ্বীপ জ্বলে তার মুখে
যাবে সে নিভেই
ভালোবাসা বালুর বাসা
আজ আছে কাল নেই

যে দ্বীপ জ্বলে তার মুখে
যাবে সে নিভেই
ভালোবাসা বালুর বাসা
আজ আছে কাল নেই
যেথা নীশি ভোরে ফুরায় খেলা
রয়যে শুধু অবহেলা
নীশি ভোরে ফুরায় খেলা
রয়যে শুধু অবহেলা
এই জনমের সকল আশা
যায় ভেসে আঁখি ধারে

ও ও ও পিউ কাহা পাখি
কেন খুজিস মিছে পিয়ারে
জানি যায়না ধরা জীবনে
সেই আলেয়ারে আলেয়ারে
ও পিউ কাহা পাখি



Credits
Writer(s): Pronab Roy, Santosh Mukherjee
Lyrics powered by www.musixmatch.com

Link