Tomar Ei Madhuri Chapiye Akash Jharbey

তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে
আমার প্রাণে নইলে সে কি কোথাও ধরবে?
তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে
আমার প্রাণে নইলে সে কি কোথাও ধরবে?
তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ

এই-যে আলো সূর্যে গ্রহে তারায়
ঝরে পড়ে শতলক্ষ ধারায়
এই-যে আলো সূর্যে গ্রহে তারায়
ঝরে পড়ে শতলক্ষ ধারায়
পূর্ণ হবে এ প্রাণ যখন ভরবে

তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ

ফুলে যে রঙ ঘুমের মতো লাগল
আমার মনে লেগে তবে সে যে জাগল গো
তোমার ফুলে যে রঙ ঘুমের মতো লাগল
আমার মনে লেগে তবে সে যে জাগল গো

যে প্রেম কাঁপায় বিশ্ববীণায় পুলকে
সঙ্গীতে সে উঠবে ভেসে পলকে
যে প্রেম কাঁপায় বিশ্ববীণায় পুলকে
সঙ্গীতে সে উঠবে ভেসে পলকে
যে দিন আমার সকল হৃদয় হরবে

তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে
আমার প্রাণে নইলে সে কি কোথাও ধরবে?
তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link