Kokhon

কখন তোমার দেখা পাবো
চোখের পাতায় চুমু খাবো
চোখের তারায় জিজ্ঞাসা
বলো কাকে বলে ভালোবাসা?

কখন তোমার দেখা পাবো
চোখের পাতায় চুমু খাবো
চোখের তারায় জিজ্ঞাসা
বলো কাকে বলে ভালোবাসা?

প্রশ্নোত্তরে যাবে দিন
আশ্বিন থেকে আশ্বিন
পলাতক মেঘে জিজ্ঞাসা
বলো কাকে বলে ভালোবাসা?

প্রশ্নোত্তরে যাবে দিন
আশ্বিন থেকে আশ্বিন
পলাতক মেঘে জিজ্ঞাসা
বলো কাকে বলে ভালোবাসা?

Clip-টাকে টান মেরে খুলে
মুখ দেবো একরাশ চুলে
নরম গন্ধে জিজ্ঞাসা
বলো কাকে বলে ভালোবাসা?

Clip-টাকে টান মেরে খুলে
মুখ দেবো একরাশ চুলে
নরম গন্ধে জিজ্ঞাসা
বলো কাকে বলে ভালোবাসা?

কত আর তুমি দেবে বাধা
২১ শতকে তুমি রাধা
বাঁশি শুনে আজও জিজ্ঞাসা
বলো কাকে বলে ভালোবাসা?

কত আর তুমি দেবে বাধা
২১ শতকে তুমি রাধা
বাঁশি শুনে আজও জিজ্ঞাসা
বলো কাকে বলে ভালোবাসা?

কখন তোমার দেখা পাবো
চোখের পাতায় চুমু খাবো
চোখের তারায় জিজ্ঞাসা
বলো কাকে বলে ভালোবাসা?



Credits
Writer(s): Kabir Suman
Lyrics powered by www.musixmatch.com

Link