Hrid Majhare Rakhbo

আমি হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না
আমি হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না

ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না
ছেড়ে দিলে...
ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না

হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না
আমি হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না

যাবো ব্রজের কুলে কুলে
মাখবো ব্রজের পদধূলি
আমি যাবো ব্রজের কুলে কুলে
মাখবো ব্রজের পদধূলি

জয় রাধা নামে পাগল হয়ে রইবো মগনা
জয় রাধা নামে পাগল হয়ে রইবো মগনা
ছেড়ে দেবো না

আমি হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না
আমি হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না

ভুবনমোহন গোরা
জ্যোতিষজনার মনোহরা
ভুবনমোহন গোরা
জ্যোতিষজনার মনোহরা

আমি নয়নে নয়ন দিয়া আর তো ফিরবো না
আমি নয়নে নয়ন দিয়া আর তো ফিরবো না
ছেড়ে দেবো না

আমি হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না
আমি হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না

কত লক্ষ জনম ঘুরে ফিরে
সাধের মানবজনম পেয়েছি রে

আমি ভজলে হরি বংশীধারী নিদয় হবে না
আমি ভজলে হরি বংশীধারী নিদয় হবে না
ছেড়ে দেবো না

আমি হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না
আমি হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না

ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না
ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না

আমি হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না
আমি হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না



Credits
Writer(s): Traditional, Ram Krishna Paul
Lyrics powered by www.musixmatch.com

Link