Nahi Shurjo Nahi Jyoti

নাহি সূর্য, নাহি জ্যোতি
নাহি সূর্য, নাহি জ্যোতি, নাহি শশাঙ্ক সুন্দর
ভাসে ব্যোমে ছায়া-সম
ভাসে ব্যোমে ছায়া-সম ছবি বিশ্ব-চরাচর

নাহি সূর্য, নাহি জ্যোতি
নাহি সূর্য, নাহি জ্যোতি

অস্ফুট মন আকাশে, জগত সংসার ভাসে
অস্ফুট মন আকাশে, জগত সংসার ভাসে
ওঠে ভাসে ডুবে পুনঃ
ওঠে ভাসে ডুবে পুনঃ অহং-স্রোতে নিরন্তর

নাহি সূর্য, নাহি জ্যোতি

ধীরে ধীরে ছায়া-দল, মহালয়ে প্রবেশিল
বহে মাত্র "আমি আমি" এই ধারা অনুক্ষণ
ধীরে ধীরে ছায়া-দল, মহালয়ে প্রবেশিল
বহে মাত্র "আমি আমি" এই ধারা অনুক্ষণ

সে ধারাও বদ্ধ হল, শূন্যে শূন্য মিলাইল
সে ধারাও বদ্ধ হল, শূন্যে শূন্য মিলাইল
অবাঙমনসোগোচরম, বোঝে প্রাণ বোঝে যার

নাহি সূর্য, নাহি জ্যোতি, নাহি শশাঙ্ক সুন্দর
ভাসে ব্যোমে ছায়া-সম ছবি বিশ্ব-চরাচর
নাহি সূর্য, নাহি জ্যোতি



Credits
Writer(s): Swami Vivekananda
Lyrics powered by www.musixmatch.com

Link