Amar Dukkhogulo

আমার দুঃখগুলো কাছিমের মতো
আমার দুঃখগুলো কাছিমের মতো
গুটি গুটি পায়ে আর
এগোতে পারে না

আমার দুঃখগুলো কাছিমের মতো
আমাকে ছাড়িয়ে আর
এগোতে পারে না
আমার কষ্টগুলো ডালিমের মতো
ডালের জমাট কেউ
ভাঙতে পারে না

শহরে বৃষ্টি নামে জল জমে রাস্তায়
নাগরিক অভিশাপে কবিতারা ভেসে যায়

কাঁচের বয়ামে রাখা ভালোবাসা যতনে
হঠাৎ শব্দ শোনে মহিরুহু পতনের

তুমি আমি মুখোমুখি নীরবতা পালনের
গান শুনে যাই

আমার দুঃখগুলো ঝাপটায় ডানা
আমার দুঃখগুলো ঝাপটায় ডানা
সুনীল আকাশ তবু
বলতে পারে না

নিমেষে মিলিয়ে যায় পালতোলা দিন গুলো
ফাঁকা পথটা নিরথ সারাগায়ে স্মৃতি ধুলো

একটা ঝড়ে সব স্বপ্নেরা পিষে যায়
অমরত্বের দাবি সমুদ্রে মিশে যায়

তুমি আমি মুখোমুখি নীরবতা পালনের
গান শুনে যাই

আমার দুঃখগুলো কাছিমের মতো
গুটি গুটি পায়ে আর
এগোতে পারে না
আমার কষ্টগুলো ডালিমের মতো
ডালের জমাট কেউ
ভাঙতে পারে না



Credits
Writer(s): Anupam Roy
Lyrics powered by www.musixmatch.com

Link