Tomar Nihshwase Bish Chhilo

তোমার নিঃশ্বাসে বিষ ছিল
আমি বিশ্বাস করিনি
তোমার নিঃশ্বাসে বিষ ছিল
আমি বিশ্বাস করিনি

ওরা বলেছিল বহুবার
কারো কথা কানে ধরিনি

তোমার নিঃশ্বাসে বিষ ছিল
আমি বিশ্বাস করিনি

রূপ এত সুন্দর যার
রূপ এত সুন্দর যার
ভাবিনি এমন কালো হবে অন্তর তার
রূপ এত সুন্দর যার
ভাবিনি এমন কালো হবে অন্তর তার

তোমারই তো মালা পরেছি
তোমারই তো মালা পরেছি
আর কারো মালা পরিনি

তোমার নিঃশ্বাসে বিষ ছিল
আমি বিশ্বাস করিনি

বাইরেতে এত সোনা
এত খাদ ভেতরে
বাইরেতে এত সোনা
এত খাদ ভেতরে
যাচাই না হলে আমি বুঝতাম কী করে

গান এত সুমধুর যার
গান এত সুমধুর যার
ভাবিনি মুখের কথা এত নিষ্ঠুর তার
গান এত সুমধুর যার
ভাবিনি মুখের কথা এত নিষ্ঠুর তার

আমি জেনে শুনে মরেছি
আমি জেনে শুনে মরেছি
কিছু না জেনে তো মরিনি

তোমার নিঃশ্বাসে বিষ ছিল
আমি বিশ্বাস করিনি

ওরা বলেছিলো বহুবার
কারো কথা কানে ধরিনি

তোমার নিঃশ্বাসে বিষ ছিল
আমি বিশ্বাস করিনি



Credits
Writer(s): Prabhas Dey, Pulak Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link