Preyasi Jodi Na Hoy Moner Maton

প্রেয়সি যদি না হয় মনের মতন,
জীবনে তখনি আসে ছন্দ পতন।
প্রেয়সি যদি না হয় মনের মতন,
জীবনে তখনি আসে ছন্দ পতন।
ভালবাসা, কাছে আশা
ভালবাসা কাছে আসা, অরুপ রতন
প্রেয়সি যদি না হয় মনের মতন,
জীবনে তখনি আসে ছন্দ পতন।
####################
যেখানে সেখানে মন পাখি উড়ে যাই
নিজেও জানে না বাসা বাধবে কোথায়?
সোনার শিকলে তারে যাবে না বাধা!
ধরা সে নিজেই দেবে প্রেমের খাচায়।
ভালবাসা, কাছে আসা,
ভালবাসা কাছে আসা, মনের মিলন।
প্রেয়সি যদি না হয় মনের মতন,
জীবনে তখনি আসে ছন্দ পতন।
দুজনেতে মিলে যদি একি সুরে গাই,
চিরদিন সে গানের সুর থেকে যায়,
ভুল যদি কিছু থাকে স্বরলিপিতে,
বাজবে না সেই সুর মনেরো বিনাই,
ভালাবাসা, কাছে আসা,
ভালবাসা কাছে আসা, মধুর স্বপন।
প্রেয়সি যদি না হয় মনের মতন,
জীবনে তখনি আসে ছন্দ পতন।
প্রেয়সি যদি না হয় মনের মতন,
জীবনে তখনি আসে ছন্দ পতন।



Credits
Writer(s): Ravindra Jain, Bhasbesh Gupta
Lyrics powered by www.musixmatch.com

Link