Aar Dur Nei Diganter

আর দূর নেই দিগন্তের বেশি দূর নেই,
সব ক্লান্তির অন্ত এবার
আর দূর নেই দিগন্তের বেশি দূর নেই,
সব ক্লান্তির অন্ত এবার

এই রাত্রির সীমান্তের যারা যাত্রী,
সংক্রান্তির লগ্ন এবার
এই রাত্রির সীমান্তের যারা যাত্রী,
সংক্রান্তির লগ্ন এবার

ধর তুলে ধর যুগান্তের জড় যত সাধনা
পরমাতে পর রক্ত তিলক পর যত বেদনা
ধর তুলে ধর যুগান্তের জড় যত সাধনা
পরমাতে পর রক্ত তিলক পর যত বেদনা

ঢেউয়ে ঢেউয়ে দুলে, সে কী মাতন তোলে
জন-কল্লোলে আসে বন্যা
ঢেউয়ে ঢেউয়ে দুলে, সে কী মাতন তোলে
জন-কল্লোলে আসে বন্যা

আর দূর নেই দিগন্তের বেশি দূর নেই,
সব ক্লান্তির অন্ত এবার
এই রাত্রির সীমান্তের যারা যাত্রী,
সংক্রান্তির লগ্ন এবার

যত আছে কত শতাব্দীর শত জমা অপমান
এসো আজ তবে ভাঙ্গতে ভাঙ্গতে হবে যত অসমান
যত আছে কত শতাব্দীর শত জমা অপমান
এসো আজ তবে ভাঙ্গতে ভাঙ্গতে হবে যত অসমান

এসো সৎ ভাবে, তো বুকে বুকে পাবে
দধীচি'র অস্থির সন্ধান
এসো সৎ ভাবে, তো বুকে বুকে পাবে
দধীচি'র অস্থির সন্ধান

আর দূর নেই দিগন্তের বেশি দূর নেই,
সব ক্লান্তির অন্ত এবার
এই রাত্রির সীমান্তের যারা যাত্রী,
সংক্রান্তির লগ্ন এবার



Credits
Writer(s): Salil Choudhury
Lyrics powered by www.musixmatch.com

Link