Ding Dong Desher Ami

ডিং ডং দেশের আমি খুদে নাগরিক
ডিং ডং দেশের আমি খুদে নাগরিক
নাম হল এই অধমের হ্যাঁ হ্যাঁরা ধন প্রামাণিক

কাটি ছাটি চুল দারি শুর মোটা কারি কোরি
খুরি নুরি ঘুমের ঘড়ি
দিয়ে আবোলে তাবোলে গোলমেলে হতে পারি
গানের গলাটা মন্দ নয় টট্টারি
গানটা তবু গাই ঠিক ঠিক

ডিং ডং দেশের আমি খুদে নাগরিক
নাম হল এই অধমের হ্যাঁ হ্যাঁরা ধন প্রামাণিক

এক্কা চিয়ার নরুম
দুই হাতে আহা দিগুন
ট্টাটা চিয়ার নরুন
দুই হাতে আহা দিগুন
সুর সুরি কুম্ভরি
ছাটি চুল তারাতারি
প্রাপ মারি ঠিক কি বেঠিক

দিয়ে আবোলে তাবোলে গোলমেলে হতে পারি
গানের গলাটা মন্দ নয় টাট্টারি
গানটা তবু গাই ঠিক ঠিক

হেরিকরে কক তোলো
ছেলে পুরো রকমারি
বিরকরে কক তোলো
ছেলে পুরো রকমারি

চুল পিরি ছপ মারি
এই রকম সেই রকম
লক্ষ শত হাজারি

কার চুল কান ঢাকা
কেউ ঠেঙা পেট রোগা
কেউ ক্ষেপা আসিক কিক

দিয়ে আবোলে তাবোলে গোলমেলে হতে পারি
গানের গলাটা মন্দ নয় টাট্টারি
গানটা তবু গাই ঠিক ঠিক

ডিং ডং দেশের আমি খুদে নাগরিক
নাম হল এই এই অধমের হ্যাঁ হ্যাঁ রাণধন প্রামাণিক

হি...
রা...
হি...
তা...
হি...
দো আহা...



Credits
Writer(s): Swagatalakshmi Dasgupta
Lyrics powered by www.musixmatch.com

Link