Sagar Sangame

সাগর সঙ্গমে
সাগর সঙ্গমে সাঁতার কেটেছি কত
কখনও তো হই নাই ক্লান্ত

সাগর সঙ্গমে সাঁতার কেটেছি কত
কখনও তো হই নাই ক্লান্ত

তথাপি মনের মোর প্রশান্ত সাগরের উর্মিমালা অশান্ত

সাগর সঙ্গমে

মোর মনের প্রশান্ত সাগরের বক্ষে জোয়ারের নাই আজি অন্ত
অজস্র লহরী নব নব গতিতে এনে দেয় আশা অফুরন্ত

সাগর সঙ্গমে

মোর প্রশান্ত পারের কত মহাজীবনের শান্তি আজি আক্রান্ত
নব নব সৃষ্টিকে দৈত্যদানবে করে নিষ্ঠুরাঘাত অবিশ্রান্ত

তাই মনের মোর প্রশান্ত সাগরের উর্মিমালা অশান্ত

সাগর সঙ্গমে

ধ্বংসের আঘাতে দিয়ে যায় প্রতিঘাত
সৃষ্টির সেনানী অনন্ত
সেই সংঘাত আনে মোর প্রশান্ত সাগরে প্রগতির নূতন দিগন্ত

তাই মনের মোর প্রশান্ত সাগরের উর্মিমালা অশান্ত

সাগর সঙ্গমে
সাগর সঙ্গমে

মোর গভীর প্রশান্ত সাগরের শক্তি ধ্বংসকে করে দিকভ্রান্ত
অগগন মানুষের শান্তির অভিযান সৃষ্টিকামী জীবন্ত

তাই মনের মোর প্রশান্ত সাগরের উর্মিমালা অশান্ত

সাগর সঙ্গমে
সাগর সঙ্গমে



Credits
Writer(s): Bhupen Hazarika, Pulak Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link