Ekta Mon

একটা মন হাঁটি হাঁটি পায়ে
আকাবাকা রেলগাড়ি
মেঘ এসে চোখে দিলো রঙ
হাতে দিলো ডাকটিকিট
বৃষ্টি মেশে drawing খাতায়
ফুল ফল লতাই পাতায়

হয়তো সেই দেশে বন্ধু থাকে
নাম না জানা
তারই খোঁজে মেলেছি ডানা

হয়তো সেই দেশে বন্ধু থাকে
নাম না জানা
তারই খোঁজে মেলেছি ডানা

একটা tram ঝুলে থাকা তার
শহরের এক কোণে
রঙচটা তিনটে চড়াই
মোম ঘষা pastel-এ
ঝড় থেকে উঠে একটা মেঘ
টুপ করে দিলো সুখবর

হয়তো সেই দেশে বন্ধু থাকে
নাম না জানা
তারই খোঁজে মেলেছি ডানা

গান বেঁধেছে দিন
হাসিখুশি টগবগিয়ে toy train-এ
হাত মেখেছে রঙ
জানলাজোড়া বনসবুজ কুচকাওয়াজ

গান বেঁধেছে দিন
হাসিখুশি টগবগিয়ে toy train-এ
হাত মেখেছে রঙ
জানলাজোড়া বনসবুজ কুচকাওয়াজ

একটু ছুটে প্যারাসুটে হাওয়া খেল ডিগবাজী
উল্টো হাওয়া রঙিন ছাতায়
একটা ছুটি বাধলো জুটি ভ্যানিশ হলো প্ল্যান
সাদা ধোয়া স্বপ্ন পাঠাই

হয়তো সেই দেশে বন্ধু থাকে
নাম না জানা
তারই খোঁজে মেলেছি ডানা

হয়তো সেই দেশে বন্ধু থাকে
নাম না জানা
তারই খোঁজে মেলেছি ডানা

একটি ট্রেন ইতিউতি চায়
জানালা খোলে গল্পেরা
আনমনা সোনার পাহাড় কুয়াশাও মনমরা
একটু দূরে শীতকাতুরে ভোর
কমলা রোদের স্টেশন

হয়তো সেই দেশে বন্ধু থাকে
নাম না জানা
তারই খোঁজে এঁকেছি ডানা

হয়তো সেই দেশে বন্ধু থাকে
নাম না জানা
তারই খোঁজে মেলেছি ডানা

হয়তো সেই দেশে বন্ধু থাকে
নাম না জানা
তারই খোঁজে মেলেছি ডানা



Credits
Writer(s): Anindya Chatterjee, Neel Dutt
Lyrics powered by www.musixmatch.com

Link