Badal Diner Pratham Kadam Phul

দুই কণ্ঠ, দুটি পুরুষ কণ্ঠ
হেমন্ত মুখোপাধ্যায় এবং দেবব্রত বিশ্বাস
বাঙালি তাঁদের গানে যেভাবে উদ্ বেল হয়েছে, তার তুলনা নেই
স্বাভাবিক, কারণ এই দুজনই ছিলেন তাঁদের নিজস্ব গানে অতুলনীয়
তাঁদের গলায় রবীন্দ্রনাথের গান যে আলো ছড়িয়েছে
তোমার আকাশ, তোমার বাতাস তার কাছে ঋণী

প্রথমেই হেমন্ত দা
হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে আলাপচারিতার নির্বাচিত অংশ
কতটা গভীর ছিল হেমন্ত দার সাহিত্যবোধ
কীভাবে রবীন্দ্রনাথের গানের গভীরে প্রবেশ করতেন তিনি
কীভাবে বাংলা ছবির গানের পাশাপাশি
রবীন্দ্রসঙ্গীতেও নায়কের কণ্ঠ হিসেবে
অবিসংবাদিত স্বর হয়ে উঠলেন হেমন্ত মুখোপাধ্যায়
সেইসব নিয়েই কথাবার্তা
সঙ্গে তাঁরই স্বর্ণকণ্ঠে রবীন্দ্রনাথের গান

হেমন্ত দাকে নিয়ে কথা বলার জন্যে
স্টুডিয়োতে এসেছেন যিনি, তিনিও প্রতিভায় বহুমুখী
তিনি হেমন্ত মুখোপাধ্যায়ের গভীরতম গুণগ্রাহী
এবং দীর্ঘকালের ঘনিষ্ঠ সহচর, শঙ্করলাল ভট্টাচার্য

অনেক ধন্যবাদ, সৌমিত্র দা
কী বলব, আমার তো গলা আটকে যাচ্ছে
এই মানুষটা–, আপনি একটু আগেই বললেন
কী সাংঘাতিক ছিলেন আমাদের জীবনে
আর এই মানুষটার কথা ভাবলে আমার–
প্রায়, মাঝে মাঝে চোখে জল আসে
ওঁর গান শুনতে শুনতে, ওঁর কথা ভেবে

সত্যি তাই, মানে আমাদের সকলের মনেই
হেমন্ত দার সম্পর্কে এমন একটা স্মৃতি
আমরা তাঁর গান শুনতে শুনতে বড়ো হয়েছি (তাই তো)
এবং আমাদের জীবতকালের অনেকটাই তাঁর গান ভরিয়ে রেখেছে (ঠিক তাই)
আচ্ছা, আমরা কথাবার্তা শুরু করার আগেই বরং একটা গান শুনে নিই
আজকের অনুষ্ঠানের প্রথম গান কিন্তু বর্ষার গান
"বাদল-দিনের প্রথম কদম ফুল করেছ দান"

বাদল-দিনের প্রথম কদম ফুল করেছ দান
আমি দিতে এসেছি শ্রাবণের গান
বাদল-দিনের প্রথম কদম ফুল করেছ দান

মেঘের ছায়ায় অন্ধকারে
রেখেছি ঢেকে তারে
এই-যে আমার সুরের ক্ষেতের প্রথম সোনার ধান

বাদল-দিনের প্রথম কদম ফুল করেছ দান

আজ এনে দিলে, হয়তো দিবে না কাল-
রিক্ত হবে যে তোমার ফুলের ডাল
আজ এনে দিলে, হয়তো দিবে না কাল-
রিক্ত হবে যে তোমার ফুলের ডাল

এ গান আমার শ্রাবণে শ্রাবণে
তব বিস্মৃতিস্রোতের প্লাবনে
এ গান আমার শ্রাবণে শ্রাবণে
তব বিস্মৃতিস্রোতের প্লাবনে

ফিরিয়া ফিরিয়া আসিবে তরণী
ফিরিয়া ফিরিয়া আসিবে তরণী বহি তব সম্মান

বাদল-দিনের প্রথম কদম ফুল করেছ দান



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link