Taro Taro Hori Dinjane

তারো তারো, হরি দীনজনে
তারো তারো, হরি দীনজনে
ডাকো তোমার পথে করুণাময়
পূজনসাধনহীন জনে
তারো তারো, হরি দীনজনে
তারো তারো, হরি দীনজনে

অকূল সাগরে না হেরি ত্রাণ
পাপে তাপে জীর্ণ এ প্রাণ
অকূল সাগরে না হেরি ত্রাণ
পাপে তাপে জীর্ণ এ প্রাণ
মরণমাঝারে শরণ দাও হে
রাখো এ দুর্বল ক্ষীণজনে

তারো তারো, হরি দীনজনে
তারো তারো, হরি দীনজনে

ঘেরিল যামিনী, নিভিল আলো
বৃথা কাজে মম দিন ফুরালো
ঘেরিল যামিনী, নিভিল আলো
বৃথা কাজে মম দিন ফুরালো
পথ নাহি প্রভু, পাথেয় নাহি
পথ নাহি প্রভু, পাথেয় নাহি
ডাকি তোমারে প্রাণপণে

দিকহারা সদা মরি যে ঘুরে
যাই তোমা হতে দূর-সুদূরে
দিকহারা সদা মরি যে ঘুরে
যাই তোমা হতে দূর-সুদূরে
পথ হারাই রসাতলপুরে
পথ হারাই রসাতলপুরে
অন্ধ এ লোচন মোহঘনে

তারো তারো, হরি দীনজনে
তারো তারো, হরি দীনজনে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link