Din Shudhu Din Gelo

দিন, শুধু দিন গেল দিন, সারা দিন ধরে
একটানা সুর বাজে অন্তরে অন্তরে
দিন, শুধু দিন, শুধু দিন
দিন, শুধু দিন শুধু দিন

দিন, শুধু দিন গেল দিন, সারা দিন ধরে
একটানা সুর বাজে অন্তরে অন্তরে
দিন, শুধু দিন, শুধু দিন
দিন, শুধু দিন, শুধু দিন

ভোর হলো, দোর খোলো, ওঠো ওঠো তারপর
জল তোলা জল ফেলা ঘরণী গোছাও ঘর
ভোর হলো, দোর খোলো, ওঠো ওঠো তারপর
জল তোলা জল ফেলা ঘরণী গোছাও ঘর
কলঘরে ডাঁই করা বাসনেতে জল পড়ে
একখানা শিলনোড়া অন্তরে অন্তরে

দিন, শুধু দিন, শুধু দিন
দিন, শুধু দিন, শুধু দিন

দুপুরে শুকায় রোদ, কত কি শুকাই বল
গামছা, লুঙ্গি, শাড়ি, শুকায় চোখের জল
আনমনা আনমনা আঙুলেতে চুপিসারে
শাড়ি নয়, কেউ কেউ দুপুরও তো ভাঁজ করে

কাপড় পাথর হয় আলনাতে থরে থরে
হঠাৎ কান্না পায়, পাথরে সে ভাঁজ পড়ে

দিন, শুধু দিন, শুধু দিন
দিন, শুধু দিন, শুধু দিন

এরপরে রাত করে ঘরে ফেরে তার বর
চুল বাঁধো, গিঁট খোলো, শুতে হবে এরপর
এরপরে রাত করে ঘরে ফেরে তার বর
চুল বাঁধো, গিঁট খোলো, শুতে হবে এরপর
যখন শরীর তার শরীরে আদর করে
যখন শরীর তার শরীরে আদর করে
আঁশ বঁটি পাশ ফেরে অন্তরে অন্তরে

দিন, শুধু দিন, শুধু দিন
দিন, শুধু দিন, শুধু দিন
দিন, শুধু দিন, শুধু দিন
দিন, শুধু দিন, শুধু দিন

দিন, শুধু দিন, শুধু দিন, শুধু দিন
শুধু দিন, শুধু দিন, শুধু দিন
শুধু দিন, শুধু দিন, শুধু দিন
শুধু দিন, শুধু দিন, শুধু দিন
শুধু দিন, শুধু দিন



Credits
Writer(s): Jay Sarkar, Saikat Kundu
Lyrics powered by www.musixmatch.com

Link