Keho Karo Mon Bujhe Na

কেহ কারো মন বুঝে না
কাছে এসে সরে যায়
কেহ কারো মন বুঝে না
সোহাগের হাসিটি কেন
চোখের জলে মরে যায়?
কেহ কারো মন বুঝে না

বাতাস যখন কেঁদে গেল
প্রাণ খুলে ফুল ফুটিল না
বাতাস যখন কেঁদে গেল
প্রাণ খুলে ফুল ফুটিল না
সাঁঝের বেলা একাকিনী
কেন রে ফুল ঝরে যায়?

কেহ কারো মন বুঝে না

মুখের পানে চেয়ে দেখো
আঁখিতে মিলাও আঁখি
মধুর প্রাণের কথা
প্রাণেতে রেখো না ঢাকি
মুখের পানে চেয়ে দেখো
আঁখিতে মিলাও আঁখি
মধুর প্রাণের কথা
প্রাণেতে রেখো না ঢাকি

এ রজনী রহিবে না
আর কথা হইবে না
এ রজনী রহিবে না
আর কথা হইবে না
প্রভাতে রহিবে শুধু
হৃদয়ের হায়-হায়

কেহ কারো মন বুঝে না
কাছে এসে সরে যায়
কেহ কারো মন বুঝে না



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link