Jiban Khatar Prati Patay

জীবন খাতার প্রতি পাতায়
যতই লেখো হিসাব-নিকাশ
কিছুই রবে না
লুকোচুরির এই যে খেলায়
প্রাণের যত দেয়া-নেয়া
পূর্ণ হবে না

জীবন খাতার প্রতি পাতায়
যতই লেখো হিসাব-নিকাশ
কিছুই রবে না

কণ্ঠ ভরা এ গান শুনে
ছুটে তুমি এলে দ্বারে
চোখে দেখে এত করেও
চেনোনি তো কভু তারে
অবহেলা সয়েও তবু
আমায় তুমি নাও গো ডেকে
সে তো কবে না

জীবন খাতার প্রতি পাতায়
যতই লেখো হিসাব-নিকাশ
কিছুই রবে না

যে আঁখি হয় না খুশি
আকাশ ভরা তারা দেখে
সেই হাসে কাঁচের ঝাড়ে
মোমের বাতি জ্বেলে রেখে

জানি আমি আমারে নয়
এ গান আমার ভালোবাসো
নিজের ভুলে পথের ধুলায়
পরশ মাণিক ফেলে আসো
তোমার প্রাণের ঐ ঠিকানায়
দেখেও আমায় তবু কি গো
ডেকে লবে না

জীবন খাতার প্রতি পাতায়
যতই লেখো হিসাব-নিকাশ
কিছুই রবে না
লুকোচুরির এই যে খেলায়
প্রাণের যত দেয়া-নেয়া
পূর্ণ হবে না



Credits
Writer(s): Shyamal Mitra, Gouri Prasanna Majumdar
Lyrics powered by www.musixmatch.com

Link