Ke Achho Kothay

এ শহর বা হিম-গহ্বর, কে আছো কোথায়?
ঘৃণা বা উষ্ণ-বাসর, কে আছো কোথায়?

এ শহর বা হিম-গহ্বর, কে আছো কোথায়?
ঘৃণা বা উষ্ণ-বাসর, কে আছো কোথায়?
হঠাৎ করে ফুরনো বিকেল, কে আছো কোথায়?
অংকের খাতা, জ্যামিতির scale, কে আছো কোথায়?
জানিনা সব্বাই আজও আছো কিনা একই ঠিকানায়

এ শহর বা হিম-গহ্বর, কে আছো কোথায়?
ঘৃণা বা উষ্ণ-বাসর, কে আছো কোথায়?

দূষণে ভরা আকাশ-চাদর, কে আছো কোথায়?
রাত্রি বারুদের আদর, কে আছো কোথায়?
হঠাৎ করে ফুরনো বিকেল, কে আছো কোথায়?
অংকের খাতা, জ্যামিতির scale, কে আছো কোথায়?
জানিনা সব্বাই আজও আছো কিনা একই ঠিকানায়

(কে আছো কোথায়?)
(কে আছো কোথায়?)
(কে আছো কোথায়?)

সুখ-পাখিদের শেষ আশ্রয় সোনার খাঁচায়
বারেবারে তারা জানতে চায়, কে আছো কোথায়?
সুখ-পাখিদের শেষ আশ্রয় সোনার খাঁচায়
বারেবারে তারা জানতে চায়, কে আছো কোথায়?
এক ছুট্টে পালানো দুপুর জড়ানো পায়ে
স্মৃতিদের ভিড়ে কখনো কি একা থাকা যায়?
সাবালক হতে চাওয়া ইচ্ছেরা প্রশ্ন শানায়

(কে আছো কোথায়?)
(কে আছো কোথায়?)
(কে আছো কোথায়?)

(কে আছো কোথায়?)
(কে আছো কোথায়?)
(কে আছো কোথায়?)
(কে আছো কোথায়?)
(কে আছো কোথায়?)
(কে আছো কোথায়?)
(কে আছো কোথায়?)
(কে আছো কোথায়?)
(কে আছো কোথায়?)
(কে আছো কোথায়?)
(কে আছো কোথায়?)
(কে আছো কোথায়?)



Credits
Writer(s): Neel Dutt, Nachiketa Chakraborty
Lyrics powered by www.musixmatch.com

Link